
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘জালাল মঞ্চ’ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মঞ্চটির উদ্বোধন করা হয়।
‘জালাল মঞ্চ’ উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমদাদুল হক, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, বিশিষ্ট লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, অন্ধ বাউল শিল্পী সুনীল কর্মকার, বাউল শিল্পী সালাম সরকার প্রমুখ।
লৌকিক ঐতিহ্যের অবিস্মরণীয় এক নাম জালাল উদ্দিন খাঁ। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে ১৮৯৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সদরুদ্দীন খাঁ। বিংশ শতাব্দীর বিশ থেকে ষাটের দশক অবধি প্রাকৃত বাঙালিজনের এই গীতিকবি তার সাধনায় সক্রিয় ছিলেন। আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্বের জালাল উদ্দিন প্রায় সহস্রাধিক গান রচনা করেছিলেন।
প্রখ্যাত এই লোক কবি জালাল উদ্দিন মালজোড়া গানের আসরেও ছিলেন অনন্য। যুগে যুগে তার গান সঞ্চিত আবেগ হয়ে সমকালীন শিল্পীদের কণ্ঠকে করেছে মাধুর্যপূর্ণ।