October 14, 2025
3f06ec0fe5a36ffdc0cbd8348d4e1519cf2e6f419ae1a2de

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নির্বাপণ হলেও পুরো শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আগুন নির্বাপণ হয়েছে, তবে পুরো শঙ্কা কাটেনি। কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। রাতেও আমাদের ইউনিট সেখানে অবস্থান করবে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগা ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে কোনো বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি।’

বারবার প্রচার ও নির্দেশনা দেয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না উল্লেখ করে জাহেদ কামাল বলেন, ‘আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *