October 15, 2025
tbn24-20251015005611-4537-Trump kaka

গভর্নর ক্যাথি হোকুল এক নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরপরই ট্রাম্প এক বিবৃতিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মঞ্চে উপস্থিত হন গভর্নর ক্যাথি হোকুল। এ ঘটনায় ফের নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার মামদানি এক নির্বাচনী প্রচারণা চালানোর সময় হোকুল মঞ্চে এসে উপস্থিত হন।

এর আগে বিভিন্ন সময় গভর্নর প্রকাশ্যে মামদানিকে সমর্থন ও প্রশংসা করলেও একই মঞ্চে অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম।

মঞ্চে হোকুল মামদানির উদ্দেশে বলেন, ‘নিউ ইয়র্কে সাশ্রয়ী বসবাসের প্রসঙ্গে আমরা একসঙ্গে অনেক কথা বলেছি। মামদানিকে ধন্যবাদ এমন একটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য। বিশেষ করে তাদের জন্য যারা এ শহরে জীবন পরিচালনা করতে কঠোর সংগ্রাম করছেন।’

হোকুল এ নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরপরই ট্রাম্প এক বিবৃতিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেন।

মামদানিকে উদ্দেশ্য করে ট্রাম্প ওই বিবৃতিতে বলেন, ‘আমরা কোনো কমিউনিস্ট নির্বাচিত হলে তাকে অর্থ দেব না। বিশেষ করে যাকে অর্থ দেওয়ার মানে হল তা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘এখানে শত শত বিলিয়ন ডলার প্রদানের কথা হচ্ছে। তাই আমরা এমন কাউকে অফিসে বসতে দেব না যিনি দেশের করদাতাদের অর্থ অপচয় করবেন।’

প্রেসিডেন্টের এ হুমকির পর হোকুল মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি মামদানির প্রতি সমর্থন বজায় রাখতে ট্রাম্পের এ হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানির উদ্দেশে একই হুমকি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *