October 16, 2025
afg-1760565881

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশে সহায়তা করেছিলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। টানা দুই ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। তবে এবার শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন এই ডানহাতি ব্যাটার।

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইব্রাহিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ইনিংসের ৩৭তম ওভারে ৯৫ রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমের কাছে থাকা একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন ইব্রাহিম। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য নজর এড়ায়নি ম্যাচ কর্মকর্তাদের।

এমন আচরণে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সামগ্রী বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত।

ম্যাচ শেষে ইব্রাহিম জাদরান ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দারুণ পারফরম্যান্সে সিরিজে আলো ছড়ালেও শৃঙ্খলাভঙ্গের কারণে এই তরুণ ব্যাটারকে এখন গুনতে হচ্ছে জরিমানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *