October 16, 2025
গাজা-2

দখলদার ইসরায়েল বুধবার আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ গাজায় হস্তান্তর করেছে। এতে মোট মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জন। তথ্যটি নিশ্চিত করেছে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ। চুক্তি অনুযায়ী, প্রতিজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে ইসরায়েলকে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করতে হবে।

চুক্তির পূর্বে সোমবার হামাস তিনজন ইসরায়েলি ও একজন নেপালির মরদেহ ফেরত পাঠিয়েছিল। মঙ্গলবার আরও তিনজন ইসরায়েলি ও একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ হস্তান্তরের এই প্রক্রিয়ায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা বাড়াতে সহায়তা হবে এবং এটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার অংশ হিসেবে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *