October 15, 2025
cu1-1760542973

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই ফলাফল ঘোষণা করা হয়।

ভিপি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার মাশরুল আল ফাহিম। জিএস পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফসার সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল বিবিএ অনুষদ ভবনে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিক বাবু; খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম মাহি; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফরহাদ হোসেন সুমন; স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামিল হোসেন; সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তুষার দে।

এ ছাড়া সদস্য পদে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শিল্পী রশিদ চৌধুরী হলের ১৫৪ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *