
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জোট যাদের নিয়েই হোক পটুয়াখালী-৩ আসনে আমি ট্রাক প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। আজ বুধবার গলাচিপা উপজেলা শহরের পৌরমঞ্চে উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
চলমান শিক্ষক আন্দোলন নিয়ে নুর বলেন, শিক্ষকদের বেতন একজন বদলার (কামলা) চেয়েও কম। শিক্ষকরা জাতি গঠনের কারিগর; তাদের চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণির মর্যাদা দিতে হবে। তিনি শিক্ষকদের সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভপতিত্ব করেন উপজেলা গণঅধিকারের সভাপতি হাফিজুর রহমান। আরও বক্তব্য দেন শহিদুল ইসলাম ফাহিম, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম রাসেল, জাকির হোসেন মুন্সি, আবু নাঈম, মোহেবুল্লাহ এনিম, মাহবুবুল্লাহ শোহেব, ফারুক হোসেন খলিফা প্রমুখ।