October 16, 2025
image_232292_1760592677 (1)

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

কোন বোর্ডে পাসের হার কত

ঢাকা শিক্ষাবোর্ড- ৬৪.৬২ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ড- ৫১.৮৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ড- ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ড- ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড- ৫২.৫৭ শতাংশ, যশোর শিক্ষা বোর্ড- ৫০.২০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ড- ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ড- ৫৭.৪৯ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ড- ৬২.৫৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *