October 17, 2025
ইউক্রেন-রাশিয়া

ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতভর চলা এ হামলায় ৩০০টির বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়া মধ্যাঞ্চলের ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলে বড় আকারে হামলা চালিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সুমি ও খারকিভ এলাকাও ছিল হামলার লক্ষ্যবস্তু।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়ার ছোড়া ৩৭টি ড্রোন ও ১৪টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে তারা ২৮৩টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে শীত মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর এমন হামলা চালানো মস্কোর নিয়মিত কৌশলে পরিণত হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি বলেন, শুধু চলতি মাসেই গ্যাস অবকাঠামোতে ছয়টি বড় হামলা হয়েছে, যা দেশের গ্যাস উৎপাদনে বড় প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *