October 17, 2025
2-1

পটুয়াখালীর বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি! ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী।

চলমান শিক্ষক আন্দোলনে তার নেতৃত্ব দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় উপজেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষকদের দাবি দাওয়া দ্রুত বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সভাপতি নিয়াজ মোরশেদ।

জানা গেছে, পতিত আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজের সুপারিশে ‘অফিস সহায়ক’ পদে চাকরিতে যোগদান করেন নিয়াজ মোর্শেদ। তখন বিধিবহির্ভূত অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা রয়েছে সর্বমহলে।

অভিযোগ রয়েছে- মাদ্রাসায় চাকরিতে যোগদান করার পর অধ্যক্ষের সহযোগিতায় তৎকালীন আওয়ামী লীগের সব এজেন্ডা বাস্তবায়ন করতেন ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ।

শুধু তাই নয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে ও গোপনে ছাত্রলীগ নেতা নিয়াজ মোরশেদ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী শিক্ষক বলেন, আমরা ক্লাশ ছেড়ে আন্দোলনের মাঠে নেমেছি। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ। কিন্তু অতীব পরিতাপের বিষয় আমাদের নেতৃত্বে ছাত্রলীগের চিহ্নিত একজন দোসর। আমরা আসলে অফিস পলিটিক্সের শিকার।

তারা আরও বলেন, ছাত্রলীগ নেতা মোরশেদ ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছেন।

এ বিষয়ে বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজিরুল হক বলেন, ওই ছাত্রলীগ নেতা যখন বক্তব্য দিয়েছেন তখন আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম না। শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষক আবু সুফিয়ান। ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল হওয়ার বিষয়টি যেহেতু আমার নজরে এসেছে সেহেতু আমি শিক্ষকদের নিয়ে শিগগিরই বসব। তারপরে একটা সিদ্ধান্ত নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *