October 16, 2025
tbn24-20251016001754-172-Gun shot final (1)

এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে খুঁজছে পুলিশ।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একাধিকবার গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, বুধবার মট হেভেনের ৭৯ নম্বর আলেকজান্ডার অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডি।

সেখানে পুলিশ ২৭ বছর বয়সী এক যুবককে পড়ে থাকতে দেখে। ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন ছিল।

গুলিবিদ্ধ যুবককে দ্রুত লিংকন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত ওই যুবক প্যারোল অফিসে কাজ শেষ করে ফিরছিলেন। এমন সময় তার ওপর হামলা করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে খুঁজছে পুলিশ।

সর্বশেষ তাদের ইস্ট ১৩৩ নম্বর সড়কের ইস্টবাউন্ড এলাকায় দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *