
পাবনার ফরিদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল মতিন (৪৬) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে একটি মাদ্রাসার সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুল মতিন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন ‘নকশাল’–এর একজন স্থানীয় নেতা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ‘নকশাল’ গ্রুপের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ বিকেলে প্রতিপক্ষের সদস্যরা মতিনকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।’
স্থানীয়রা আব্দুল মতিনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এখনো হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আরও পড়ুন: পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনার সব দিক খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।