October 16, 2025
amar_desh-_fakrul

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব, যদি আমাদের যে কথাগুলো বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়।

তিনি আরও বলেন, আমরা গণভোট মেনে নিয়েছি। ওই নির্বাচনের দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আগামী দিনে আপনারা জানতে পারবেন বিএনপি স্বাক্ষর করবে কিনা। অস্থির হওয়ার কিছুই নেই, একটু অপেক্ষা করুন, একটু টেনশন থাকা ভালো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারব। একটা নির্বাচন হবে, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে। লোক শুধু আমাকে জিজ্ঞাসা করে ভাই নির্বাচন হবে না? এই যে কয়েকটি দল জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। জনগণ কিন্তু আমাকে জিজ্ঞাসা করে না সংস্কারের কী হলো। জনগণ আমাকে জিজ্ঞাসা করে নির্বাচনের কী হলো। তারা নির্বাচন বোঝে। তারা বুঝে আমি আমার ভোট দিয়ে সরকারটাকে বদলাতে পারব। ভোট দিয়ে আমার নিজস্ব প্রতিনিধি তৈরি করতে পারব। যারা আমাদের কাজ করবে, আমার কথা শুনবে।

তিনি আরও বলেন, এই যে পিআর, ভাই আমাকে আপনারা বলেন তো কয়জন পিআর বোঝেন? জনগণ যেটা বোঝে না ওটা কি তাদের ওপর চাপায় দিলে হবে? আমাদের দেশের মানুষ এক ব্যক্তি এক ভোট পার্লামেন্টের ভোট, এটাই বোঝে।

এর আগে বিএনপি মহাসচিব সকালে সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, নারী ও হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে মতবিনিময় সভা করেন এবং পরে বিকেলে হরিপুর উপজেলা স্টেডিয়ামে মির্জা রুহুল আমীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি মতবিনিময়সভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *