October 17, 2025
Screenshot-2025-10-17-021901

গাজার পুনর্গঠনে সহায়তার জন্য নজিরবিহীন এক মানবিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি জানিয়েছেন, দেশটির মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা সোনা আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহারের জন্য পাঠানো হবে।

কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাতেই পেত্রো সরকারের এই সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)–এ এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো বলেন, “আমি ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি যে, গাজার আহত শিশুদের চিকিৎসার জন্য মাদক নেটওয়ার্ক থেকে জব্দ করা সোনা পাঠানো হোক।”

তিনি আরও জানান, কলম্বিয়া জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দেবে, যেখানে গাজা পুনর্নির্মাণ ও যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা বজায় রাখতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানানো হবে।

কলম্বিয়ার অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্ট (SAE) ইতোমধ্যে প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া পরীক্ষা শুরু করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই উদ্যোগ কলম্বিয়ার মানবিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতিফলন।”

জাতিসংঘের সর্বশেষ অনুমান অনুযায়ী, গাজা পুনর্নির্মাণে ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে শুধুমাত্র প্রথম তিন বছরের পুনর্গঠন ব্যয়ে প্রায় ২০ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *