
মেঘাচ্ছন্ন শীতল সকালে নিউইয়র্কের শ্রীচিন্ময় সেন্টারের মনোরম উদ্যান প্রাঙ্গণ এক উজ্জ্বল মানবিক অনুষ্ঠানের সাক্ষী হলো। গত ১২ অক্টোবর বিশ্বব্যাপী শান্তি ও ঐক্যের প্রতীক ‘শ্রীচিন্ময় টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় নয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যাঁদের জীবন মানবতার কল্যাণে সদানিবেদিত।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- সাপ্তাহিক ঠিকানা-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন এবং প্রধান সম্পাদক মুহম্মাদ ফজলুর রহমান; ব্রুকলিন কমিউনিটি সার্ভিসেস-এর সাবেক প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক জানেল ফ্যারিস; জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ দেলোওয়ার ইসলাম; নিউইয়র্ক সিটি মেয়রস অফিসের চিফ অ্যানগেজমেন্ট অফিসার ক্রিস্টাল প্রাইস; সেন্ট ফ্রান্সিস অ্যারিদমিয়া সেন্টারের ড. জোশুয়া স্টার্ন; পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ফাতিমা ব্যারি এবং জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক অ্যালেন ব্যারেট।
শ্রীচিন্ময় ওননেস-হোম পিস রান আয়োজিত এই সম্মাননা বিশ্বের সব জাতি ও ধর্মের মানুষের মধ্যে শুভেচ্ছা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে পরিচালিত হয়। মানবতার সেবায় অনন্য অবদান, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিটি সম্মানপ্রাপ্ত তাঁদের বক্তব্যে মানবকল্যাণে নিবেদনের অনুপ্রেরণা ও বিশ্বশান্তির স্বপ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫টিরও বেশি দেশের শ্রীচিন্ময় সেন্টারের সদস্যরা, যাঁরা একসঙ্গে এই ঐক্যের বার্তা উদযাপন করেন।
শান্তির দূত শ্রীচিন্ময়ের স্মরণে এই ‘টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ড’ বিশ্বের বিভিন্ন ধর্ম ও জাতির প্রতিনিধিদের মধ্যে প্রদান করা হয়। মানবতার সেবায় আত্মনিবেদন ও হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা- এই চেতনার ধারক ও বাহকরাই এই পুরস্কারপ্রাপ্ত। বিশ্বব্যাপী সম্মান প্রাপকদের সঙ্গে তাঁদের নাম ও ছবি Peace Run-এর আন্তর্জাতিক ওয়েবসাইট www.worldharmonyrun.org-এ যুক্ত হয়েছে।
এই অনন্য সম্মাননা আবারও প্রমাণ করেছে-মানবতার প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও আলো ছড়ানোর প্রতিশ্রুতিই পৃথিবীকে সত্যিকারের শান্তি ও ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।