October 16, 2025
cia-1760590593

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ অক্টোবর) নিশ্চিত করেছেন, তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। ট্রাম্প আরও জানান, তার প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে স্থলভিত্তিক সামরিক অভিযান চালানোর বিষয়টিও বিবেচনা করছে। গত কয়েক সপ্তাহে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌযানে প্রাণঘাতী মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। খবর আল জাজিরার।

বুধবার সংবাদ সম্মেলনে ট্রাম্পকে সাংবাদিকরা সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কেন সিআইএ-কে ভেনেজুয়েলায় পাঠানোর অনুমতি দিলেন?

ট্রাম্প বলেন, ‘দুইটি কারণ আছে। প্রথমত, তারা (ভেনেজুয়েলা) তাদের জেলখানার বন্দিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলা মাদক পাচারের বড় উৎস।’

তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে মাদক যুক্তরাষ্ট্রে আসে, বিশেষত সমুদ্রপথে। আমরা সমুদ্রপথে তা বন্ধ করছি—এবার স্থলপথেও থামাব।’

ট্রাম্পের এই মন্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অভিযানের ইঙ্গিত দেয়। দুই দেশের নেতাই সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে সামরিক প্রস্তুতি জোরদার করেছেন, যা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে।

এদিকে ট্রাম্পের মন্তব্য ও সিআইএ অভিযানের অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। তাদের বিবৃতিতে বলা হয়েছে,‘যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এর লক্ষ্য হলো ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের বৈধতা তৈরি করা এবং দেশের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেয়া।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘সিআইএ কি মাদুরোকে অপসারণের অনুমতি পেয়েছে?’ ট্রাম্প জবাবে বলেন,‘আমি এমন প্রশ্নের উত্তর দিতে পারি না। এটা আমাকে করার মতো প্রশ্ন নয়… যদিও প্রশ্নটা অযৌক্তিক নয়, তবে আমার পক্ষে এমন কিছু বলা অযৌক্তিক হবে।’ শেষে তিনি যোগ করেন,‘আমি শুধু এটুকু বলব, ভেনেজুয়েলা এখন চাপ অনুভব করছে।’

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের শুরু থেকেই লাতিন আমেরিকায় ‘ওয়ার অন টেরর’ নীতিকে নতুনভাবে প্রয়োগের ঘোষণা দেয়, যার অংশ হিসেবে মাদক পাচার ও অপরাধ দমনে সামরিক অভিযান জোরদারের কথা বলা হয়।কিন্তু বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপগুলো আসলে ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের অজুহাত, যা আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে গুরুতর হুমকি তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *