October 17, 2025
image_232428_1760639891

‘৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা’ প্রতিযোগিতার সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের যাত্রা। প্রত্যাশা জাগিয়ে শেষ চারে গেলেও ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে পারলেন না স্বাগতিক তারকা জারিফ আবরার। সেমিফাইনালে তাকে থামিয়েছেন থাইল্যান্ডের আরিয়াফল লিকুল।

সরাসরি সেটে জয় পেয়ে ফাইনালে উঠেছেন তিনি। সেমিফাইনালে জারিফ একেবারে নিষ্প্রভ ছিলেন প্রথম সেটে। ১-৬ গেমে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেননি। জারিফ দ্বিতীয় সেট হেরেছেন ৪-৬ গেমে।

গতকাল অনুষ্ঠিত হয়েছে বালক দ্বৈত ও বালিকা দ্বৈতের ফাইনাল ম্যাচ। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি। তারা হারিয়েছে চীনের চুয়ান ডিং ও কেঝি লি জুটিকে। ২-০ সেটে জয় পেয়েছে ভারতীয় জুটি। প্রথম সেট দারুণ জমে উঠে এবং নিষ্পত্তি হয় টাইব্রেকারে। দ্বিতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠলেও ম্যাচে ফিরতে পারেনি চুয়ান ডিং ও কেঝি লি জুটি। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যাটার্জি ও অমৃত জুটি।

বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি। এই ফাইনালও জমে উঠেছিল। ১-১ ব্যবধানে সেটে সমতা থাকায় টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়। আসাল-হারিনি জুটি প্রথম সেটে জয় পায় ৬-৪ গেমে। দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চীনের তিয়ানরান-জিকান জুটি। দুটি সেটে ১-১ এ সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ১০-৪ গেমে জয় দিয়ে চ্যাম্পিয়ন হয় আরা আসাল আজিম ও সানমিথা হারিনি জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *