
কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেইসকোর্স এলাকার একটি বাসা থেকে মিলন বিবি (৫৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন বিবির গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।
পুলিশ রাতে নিহতের সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, তার মা মিলন বিবিকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে প্রতিবেশীরা ফোন করে তাকে জানান, তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় আছে। পরে তারা দ্রুত এসে খোঁজাখুঁজি করে খাটের নিচে বেডসিটে জড়ানো অবস্থায় মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।
তানজিনা আক্তার আরও জানান, তাদের কিছু আত্মীয়-স্বজনের সঙ্গে অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরেই কেউ তার মাকে বাসায় একা পেয়ে হত্যা করেছে বলে তারা ধারণা করছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান,‘ধারণা করা হচ্ছে, ওই নারীকে একদিন আগেই হত্যা করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।’