October 18, 2025
মাওলানা-রফিকুল

নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এক বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে পাঁচ বছরের মধ্যেই দুর্নীতিমুক্ত, আত্মনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে—যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের শাস্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম।

সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, অধ্যাপক ইউনুস আলী এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. সাইদুর রহমান, নাটোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম ও জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, এবং ইসলামিক সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *