October 18, 2025
68f1f36d18c8c

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’ ১৭ অক্টোবর (শুক্রবার) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক শক্তি ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে।’

বক্তব্য শেষে নাহিদ ইসলাম জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *