October 18, 2025
ধর্ম-উপদেষ্টা-1

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। কিভাবে তাদের সঙ্গে সমজোতায় আসা যায়।

তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সেইফ এক্সিট নিয়ে কাকে মিন করছে আমার জানা নেই। আমার ঢাকা শহর ও চট্টগ্রাম শহরেও কোন বাড়ি ঘর নেই। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অতএব বিদেশে থাকার কোন ইচ্ছাও নেই। তাই আমার সেইফ এক্সিটের কোন চিন্তাই নাই। এদেশ আমার, আমরা একটা জটিল সময়ে দায়িত্ব নিয়েছি তখন কোন কিছুই ঠিক ছিলো না। এখন ঠিক আছে সবকিছু।

এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *