October 19, 2025
68f2527b3b793

জুলাই সনদ বাস্তবায়ন হলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে মন্তব্য করে জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সনদ বাস্তবায়নে বিলম্ব হলে অভ্যুত্থানে সঙ্গে বেঈমানি হবে।’ ১৭ অক্টোবর (শুক্রবার) সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ তাহের বলেন, ‘দীর্ঘ আলোচনার মধ্যে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এটির আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে।’

সনদের সঙ্গে একমত বুঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে বলে জানান তিনি।

জামায়াত ইসলামীর নায়েবে আমীর আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যাতে কোনো হেজিমনি তৈরি না করেন।’

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর হলেও চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘আজকে সিগনেচার সিরোমনিটা একটা সুন্দর সমাপ্তির জন্য হয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনে যে ৮৪টি ধারায় আমরা একমত হয়েছি, কেউ কেউ নোট অব ডিসেন্ট দিয়েছে- সবচেয়ে ভালো হত নোট অব ডিসেন্ট ছাড়াই যদি স্বাক্ষর হত।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজকের স্বাক্ষরটাকে সামাজিক চুক্তি বলা হয়েছে, যদিও আইনি ভিত্তি ছাড়া সামাজিক চুক্তি দিয়ে আমাদের প্রত্যাশার পূর্ণতা আসবে না। এখানে একটা চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *