
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র থেকে দাঁড়ানো অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার জন্য তৈরি হয় প্রথম বিতর্কের মঞ্চ।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি মাত্র ১৯ দিন। শেষ সময়ে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হলেন প্রার্থীরা।
আইউটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র থেকে দাঁড়ানো অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার জন্য তৈরি হয় প্রথম বিতর্কের মঞ্চ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক গভর্নর কুওমোর জন্য এ মঞ্চ ছিল শেষ সময়ে সমর্থক বাড়ানোর অন্যতম সুযোগ। মেয়র দৌড়ে এগিয়ে থাকলেও মামদানিকে মঞ্চে বেগ পেতে হয় কুওমোর কথার দাপটে।
অন্যদিকে স্লিওয়ার আশা মামদানি ও কুওমো ডেমোক্র্যাটিক পার্টির ভোট ভাগাভাগি করবেন। রিপাবলিকান ও মধ্যপন্থীদের সমর্থন নিয়ে এগিয়ে থাকবেন তিনি। তাই মঞ্চে নিজের জোরালো অবস্থান ধরে রাখেন এই প্রার্থী।
মঞ্চের বিতর্কে উঠে আসা বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ধারাবাহিক ভাবে জানিয়েছে আইউইটনেস নিউজ।
অভিযুক্ত পুলিশদের শাস্তি প্রসঙ্গে পাল্টাপাল্টি জবাব
বিতর্ক পরিচালনাকারী সঞ্চালক বলেন, সিভিলিয়ান কমপ্লেইন্ট বোর্ড-সিআরবি প্রায়ই বিভিন্ন পুলিশের অসৎ আচরণের অভিযোগ করে। কিন্তু পুলিশ কমিশনার বেশিরভাগ অভিযোগ এড়িয়ে যান। এ বিষয়ে তিন মেয়র প্রার্থীর অবস্থান জানতে চান সঞ্চালক।
মামদানি জানান, তিনি অভিযুক্ত পুলিশদের শাস্তির পক্ষে। সিসিআরবির অভিযোগ যেন রাজনৈতিক চাপে পড়ে হারিয়ে না যায় সেটি নিশ্চিত করতে হবে।
কুওমো তখন পালটা বলেন, মামদানি পুলিশ বিরোধী। তিনি কখনোই কমিশনারকে বোর্ড থেকে অপসারণ করবেন না।
স্লিওয়া মামদানির প্রস্তাবের সমালোচনা করে বলেন, তার কাজের ধরন ঘরে নারী ও শিশু নির্যাতন বাড়িয়ে তুলবে।
ইসরায়েল-হামাস প্রসঙ্গ
মামদানি বলেন, শুরু থেকেই তিনি যুদ্ধবিরতির জন্য প্রকাশ্যে সরব ছিলেন।
এ কথায় মুসলিম ধর্মাবলম্বী এ প্রার্থীর সমালোচনা করেন কুওমো। তিনি বলেন, হামাসের ঘটানো নৃশংসতার কখনো প্রতিবাদ করেননি মামদানি।
স্লিওয়া বলেন, যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবদান স্বীকার করার সততা নেই কুওমো ও মামদানির।
ট্রাম্পকে নিয়ে অবস্থান
বিতর্কের শুরু থেকে শেষ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ছিলেন আলোচনার মধ্যমণি। মামদানি ও কুওমো দুজনই ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। উপরন্তু মামদানি নির্বাচিত হলে স্টেইটের তহবিল বন্ধের হুমকিও দিয়েছেন ট্রাম্প।
এমন বিরোধিতায় মামদানি নির্বাচিত হলে ট্রাম্পের সঙ্গে কীভাবে কাজ করবেন জানতে চান সঞ্চালক। তিনি জানান, মেয়র হলেও ট্রাম্পের বিরোধিতা করবেন। আবার সাশ্রয়ী নিউইয়র্ক বাস্তবায়নে একসঙ্গে কাজ করতেও রাজি আছেন।
কুওমো বিদ্রূপ করে বলেন, অনভিজ্ঞ মামদানি জিতলে নিউ ইয়র্ক ট্রাম্পই নেতৃত্ব দেবেন।
রিপাবলিকান প্রার্থী স্লিওয়া সতর্ক করেন, নির্বাচিত মেয়রের ট্রাম্পের সঙ্গে বিরোধিতা থাকলে তার ফল ভোগ করতে হবে নিউ ইয়র্কবাসীর।