October 19, 2025
68f228af2eedd

জেন–জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবার দেশটির সামরিক বাহিনীর একজন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা শপথ নিয়েছেন। আজ ১৭ অক্টোবর (শুক্রবার) দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এরই মধ্যে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর বড় অংশই নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছেন।

শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।

এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্ব ব্যাংকের তথ্যনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি ৪৫% কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *