October 18, 2025
68f25cfe2fe09

যুক্তরাষ্ট্রের মিশিগানের বাথ টাউনশিপের একটি ক্ষেতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে ক্লার্ক ও পিকক রোডের সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনা ঘটে, যা ল্যানসিং শহর থেকে প্রায় ১৫ মাইল উত্তর-পূর্বে।

বাথ টাউনশিপ পুলিশ ও ক্লিনটন কাউন্টি জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, পরিবারের সদস্যদের অবহিত করার পর তা জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

সিবিএস নিউজ ডেট্রয়েটের তথ্য অনুযায়ী, তদন্তকারীরা এখনো ধ্বংসাবশেষের অবস্থান ও ফ্লাইট ডেটা পরীক্ষা করছেন। প্রাথমিক কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ফ্লাইট ট্র্যাকার সূত্রে জানা গেছে, এটি সম্ভবত একটি মেক্সিকো-নিবন্ধিত হকার ৮০০এক্সপি (এক্সএ-জেএমআর) বিমান, যা ব্যাটল ক্রিক থেকে উড্ডয়নের পর উচ্চতা হারিয়ে বিধ্বস্ত হয়। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনো তথ্যটি নিশ্চিত করেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি তীব্র বিস্ফোরণ এবং কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মনে হচ্ছিল সিনেমার দৃশ্য—আগুন আর ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছিল।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্রাথমিক তদন্ত প্রতিবেদন কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে, আর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বিমানের ধরন ও উড্ডয়ন পথ নিশ্চিত করে একটি প্রাথমিক সারাংশ প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *