October 19, 2025
68f24f68553a0

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে নিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন যেন থামছেই না। বিশেষ করে গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই একটাই প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মনে- মা হতে চলেছেন কি সোনাক্ষী?

২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই তারকা দম্পতির দাম্পত্যজীবন পেরিয়ে গেছে প্রায় ১৬ মাস। অথচ বিয়ের পর থেকেই বারবার বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে উঠে এসেছে ‘অন্তঃসত্ত্বা’ জল্পনা।

সর্বশেষ, ১৫ অক্টোবর বলিউড প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন সোনাক্ষী। পার্টির এক মুহূর্তে দেখা যায়, অনুষ্ঠানস্থলের প্রবেশপথে সোনাক্ষী এগোতেই পেছন থেকে মজা করে বলেন জাহির- ‘দেখো, সামলে।’ এরপর দুজনেই হেসে ফেলেন। সেই হাস্যরসের মুহূর্তও রয়ে গেল না গুঞ্জনের বাইরে।

এর আগেও অভিনেত্রীকে কিছু ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়াতে দেখা গেছে, আর এতেই যেন ‘প্রমাণ’ পেয়ে যায় নেটিজেনরা। শুরু হয়ে যায় আলোচনা- ‘সোনাক্ষী অন্তঃসত্ত্বা!’

এতদিন নীরব থাকলেও অবশেষে ১৬ অক্টোবর ইনস্টাগ্রামে এক পোস্টে তির্যক ভঙ্গিতে সোজাসাপ্টা জবাব দেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।

সোনাক্ষী লিখেছেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’

তিনি আরও জানান, শুধুমাত্র একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিকেই ভুলভাবে ব্যাখ্যা করে রটানো হয়েছে মিথ্যা খবর।

এই মন্তব্যের মাধ্যমে কার্যত হাস্যরসেই ইতি টানলেন গুঞ্জনের। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *