
ম্যারিল্যান্ডের ফেডারেল এক গ্র্যান্ড জুরি বোল্টনকে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য অবৈধভাবে হস্তান্তরের আটটি ও অবৈধভাবে রাখার ১০টি অভিযোগ আনা হয়েছে।
অবৈধভাবে গোপন নথিপত্র হস্তান্তর ও নিজের কাছে রাখার অভিযোগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বৃহস্পতিবার অভিযুক্ত করেছেন গ্র্যান্ড জুরি।
এবিসি নিউজ জানায়, ম্যারিল্যান্ডের ফেডারেল এক গ্র্যান্ড জুরি বোল্টনকে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য অবৈধভাবে হস্তান্তরের আটটি ও অবৈধভাবে রাখার ১০টি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরদের অভিযোগ, সরকার সংশ্লিষ্ট নয় এমন একটি ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ও ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করেছেন বোল্টন। এর মাধ্যমে তিনি অনুমোদনহীন ব্যক্তিদের কাছে কমপক্ষে আটটি নথি স্থানান্তর করেছেন। এসব নথিতে ‘সিক্রেট’ থেকে ‘টপ সিক্রেট’ ধরনের গোপন তথ্য ছিল।
প্রসিকিউটররা আরও জানান, বোল্টন সাতটি স্থানান্তর করেছেন ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে, যখন তিনি ছিলেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ২০১৯ সালের সেপ্টেম্বরে ডনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বোল্টনকে সরিয়ে দেওয়ার পর অপর নথিটি তিনি স্থানান্তর করেন।
বোল্টনকে এমন সময়ে অভিযুক্ত করা হলো যখন শত্রু মনে হওয়া লোকজনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
এর আগে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকে অভিযুক্ত করে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসন ছাড়া ও একটি বই প্রকাশের পর থেকে বোল্টনের প্রতি ক্ষুব্ধ ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট।
গোপন নথিপত্র রাখার অভিযোগে চলতি বছরের আগস্টে বোল্টনের ম্যারিল্যান্ডের বাসভবন ও ওয়াশিংটন ডিসির অফিসে তল্লাশিতে যান ফেডারেল এজেন্টরা।