October 18, 2025
tbn24-20251017231317-2983-US asylum interview

‘আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, ৩০ দিন থেকে ৯০ দিনের মধ্যে আপনার কেসের জন্য ডেট পড়ে যাবে। যদি ডেট পড়ে যায়, আপনি তখন বলতে পারবেন না যে, আমি প্রস্তুত নেই।’

অ্যামেরিকায় অ্যাসাইলামের আবেদনকারীদের কারও কারও ক্ষেত্রে দীর্ঘ সময় ইন্টারভিউর জন্য ডাক নাও আসতে পারে। সে সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর টিবিএন অ্যানালাইসিসের সঞ্চালক শান্তু বিশ্বাসকে দিয়েছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার।

টিবিএন: অনেকে এখন আবেদন করার পরে খুব দ্রুত ইন্টারভিউ পাচ্ছেন এবং তারা দ্রুত ইন্টারভিউ ডেটে যাচ্ছে। আবার দেখা গেল অনেকে আবেদন করেছেন প্রায় আট বছর/১০ বছর হয়ে গেল, কিন্তু কোনো ইন্টারভিউর খবর নেই।

তো প্রশ্ন হচ্ছে দুটো ক্ষেত্রেই যাদের আট/১০ বছর (পর) ইন্টারভিউ এখনও হয়নি, তারা আসলে এখন কী করতে পারে? আর এখন কেমন, মানে কোন সময়কার আবেদনের ইন্টারভিউ চলছে? আর দ্বিতীয় হচ্ছে যাদের দ্রুত ইন্টারভিউ হচ্ছে তারাও বা আসলে এত দ্রুত সময়ে কীভাবে প্রিপারেশন নিবে আর এটা আসলে কীসের ইঙ্গিত করছে?

অশোক কে কর্মকার: ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে যে অবস্থা চলছে ইমিগ্রেশন কোর্ট, অ্যাসাইলাম অফিসগুলোতে, তার একটা বর্ণনা অলরেডি পেয়ে গেছেন। আপনারা সবাই অ্যাসাইলাম অফিসে যারা এখন অ্যাপ্লিকেশন করছেন, তারা অবশ্যই মোটামুটি প্রস্তুতি নিয়েই করবেন। সাধারণভাবেই আমি যা বলেছিলাম।

কারণ আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, ৩০ দিন থেকে ৯০ দিনের মধ্যে আপনার কেসের জন্য ডেট পড়ে যাবে। যদি ডেট পড়ে যায়, আপনি তখন বলতে পারবেন না যে, আমি প্রস্তুত নেই।

আপনি যদি বলেন, যদি আপনাকে গ্র্যান্ট করে রিস্কেজিউল, তাও দেখবেন, আপনি সময় পাবেন তিন থেকে চার সপ্তাহ নতুন করে। সুতরাং আপনাকে প্রস্তুত থাকতে হবে যে, আপনার কেসটা খুব দ্রুত হচ্ছে।

যাদের কেস অনেকদিন ধরে পড়ে আছে, তারা অবশ্যই অনেকটা ঘুমিয়ে যাওয়ার মতোই। কারণ ইট’স নট মুভিং অ্যাট অল। তো কেস মুভ না করলে যে অ্যাপ্লিক্যান্ট, তার মুভ করার কী থাকে? আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনাদের নড়েচেড়ে বসার সময় হচ্ছে।

কারণ হলো প্রথমত হলো যারা ২০১৬তে করেছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো মূলত এখন আমি দেখছি তাদের ইন্টারভিউর ডেটগুলো এসছে। অনেকেই কিন্তু আবারও বলছি যে, এই নতুন ডিসিশনের মাধ্যমে নতুন ডিসিশন যেটা হয়েছে, সেই ডিসিশন কিন্তু যদি প্রয়োগ করা হয় আপনাদের ক্ষেত্রে যে, আপনি ছয় বছর আপনার কেস পড়ে আছে, আপনার ডকুমেন্টস কেন আনেননি? সুতরাং তারা দেখল যে, এই কেসটা যথেষ্ট শক্তিশালী না।

প্রিডিটারমাইন যদি করে দেয়, দেন ইউ আর ইন ট্রাবল। তো যদি ছয় বছর, সাত বছর, আট বছর পড়ে থাকে, তিন বছর পড়ে থাকে, এ ক্ষেত্রে বেস্ট বেট হলো আপনি এই মুহূর্তে সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করুন এবং এগুলো সাবমিট করে দিন।

তো অ্যাটলিস্ট যদি অ্যাসাইলাম অফিসার সে লুক করে বা এটা নিয়ে যদি দেখে ভালো করে, তাহলে কিন্তু একটা তার প্রিডিটারমাইন করার মতো কিন্তু অবস্থাটা হয়তো অনেকটাই থাকবে না।

হোয়াট ইউ ডু ডোন্ট, স্লিপ অ্যানি মোর। জাস্ট ওয়েক আপ। অবটেইন অল অব ইউর ডকুমেন্ট; অল ডকুমেন্ট অ্যান্ড সাবমিট। তারপরে আপনি অপেক্ষা করেন, কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *