October 18, 2025
tbn24-20251018011703-976-কার

অভিযুক্তদের ধরতে তাদের ধাওয়া করে দিশেহারা করে তোলে পুলিশ। এক পর্যায়ে গ্রেপ্তার করতে পারলেও দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি ভেঙে যায়।

স্ক্রিনে খেলা দেখার পর রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান সাবেক বিচারপতি কেন লিন্ডেনফেলসার । হঠাৎ ভোররাতে শুনতে পান বাড়ির সিঁড়িতে অদ্ভুত শব্দ। কিছুক্ষণ পর গ্যারেজ থেকে গাড়ির দরজা খোলা ও বন্ধের শব্দও পান। জানালা দিয়ে তাকিয়ে দেখেন দুজন লোক তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে পালাচ্ছে।

অভিযুক্তদের ধরতে তাদের ধাওয়া করে দিশেহারা করে তোলে পুলিশ। একপর্যায়ে গ্রেপ্তার করতে পারলেও দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি ভেঙে যায়।

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার নিউ জার্সির কিয়ার্নিতে মার্সিডিজ মডেলের এ গাড়ি চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত দুই চোর মধ্য রাতে কেনের শোবার ঘরে ঢুকে গাড়ির চাবি চুরি করেন। পরে তারা গাড়িটি চালু করে পালিয়ে যান।

এ ঘটনায় গাড়ির মালিক সাহায্য চাইলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

কেন জিপিএস ট্র্যাকার অ্যাপের মাধ্যমে পুলিশকে গাড়ির অবস্থান জানান।

তার তথ্য অনুসারে গাড়িটির পেছনে ধাওয়া করতে শুরু করে পুলিশ। গার্ডেন স্টেট পার্ক হাইওয়ে নিউ ইয়র্ক পর্যন্ত ধাওয়া করার পর চোরেরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

ওই সময় অপরাধীদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তবে দুর্ঘটনায় পড়ে গাড়িটি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *