October 19, 2025
নিতাই

আমি সংসদ সদস্য ছিলাম, মন্ত্রীও ছিলাম। কিন্তু কারও কাছ থেকে একটি পয়সাও নেইনি। সারা জীবন চেষ্টা করেছি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে। স্বপ্ন দেখেছি আমার উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মাগুরা-২ আসনের নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণায় আত্মনিয়োগ করতে বলেছেন।

যদি আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাই এবং আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি, তবে আমি এই এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

নিতাই রায় বলেন, আমি এ এলাকার সন্তান। আমার বাড়ি মহম্মদপুর উপজেলায়। সুতরাং আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তবে আপনাদের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

ওয়ার্ড বিএনপি নেতা নূর মোহাম্মদ মোল্যার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধাক্ষ মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, ড. রইস উদ্দিন, মো: শরিফুল ইসলাম টুকু, তরিকুল ইসলাম তারা, আরিফুরজ্জামান মিল্টন এবং বায়েজিদ হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *