October 18, 2025
hamas-68f30467212f1

ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। মধ্যরাতে গাজা থেকে রেডক্রসের মাধ্যমে আইডিএফ-এর কাছে হস্তান্তর করা হয় দেহাবশেষ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে তেলআবিবে পৌঁছায় সেই জিম্মির লাশ। এ নিয়ে গাজায় থাকা ২৮ ইসরায়েলি জিম্মির মরদেহের মধ্যে ১০টি পৌঁছেছে পরিবারের কাছে।

হামাস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে তাদের ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জাম প্রয়োজন। যেগুলো না থাকার কারণেই বিলম্ব হচ্ছে।

যদিও ইসরায়েলের দাবি, ইচ্ছে করেই দেরি করছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব হওয়ায় উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে বিরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *