October 19, 2025
faruk-e-azam-68f4e01b4ee9c

অগ্নিকাণ্ডের কিছু ঘটনার প্রকৃত তদন্তে সরকারের কারিগরি ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা শেষে এ কথা বলেন তিনি।

তিনি জানান, ধারাবাহিক অগ্নি দুর্ঘটনার তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে যা পরবর্তীতে ১২/১৪ জনেও উন্নীত হতে পারে। আগামী ৫ নভেম্বেরর মধ্যে প্রতিবেদন জমা দেবে কোর কমিটি।

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে কী না এ বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট না দেয়া পর্যন্ত কিছু বলা যাবে না।  তিনি বলেন, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। বহু বিষয় আছে আমাদের তদন্ত করার জন্য কারিগরি রয়েছে। এগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করেছি। আশা করছি একটি পরিচ্ছন্ন রিপোর্ট পাবো।

ফায়ার সার্ভিস নির্ধারিত সময়ে যায়নি এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, সেখানে আগুন নিয়ন্ত্রণের পরিপূর্ণ ব্যবস্থা নেয়া হয়েছে তা নয়, বরং কিছু ঘাটতি ছিল। সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সিস্টেম ছিল। তারাও কাজ করেছে। তাদের এটি হয়তো পর্যাপ্ত ছিল না।

সচিবালয়ে আগুনসহ সব দুর্ঘটনা মোকাবেলায় সরকারের সক্ষমতার অভাব রয়েছে কী না এ বিষয়ে তিনি বলেন, আগুন হঠাৎ করে লাগে। সেটা নির্বাপণের বিষয়ে সরকারের সক্ষমতা বা অক্ষমতার বিষয় আছে। আমরা সবকিছুই খতিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *