October 19, 2025
islami-68f4d08d227a8

 

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট পিআর পদ্ধতি,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

রোববার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, ২০ অক্টোবর রাজধানীতে ও ২৫ অক্টোবর বিভাগীয় শহর এবং ২৭ অক্টোবর  জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। এ সময়  ২৭শে অক্টোবরের মধ্যে দাবি না  সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণআন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন , জুলাই সনদের আইনী ভিত্তি বাস্তবায়নে সরকার প্রধান ও ঐক্যমত্য কমিশন প্রধানের প্রতিশ্রুতির কথা। শুধুমাত্র যেসব বিষয়গুলো রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।

তিনি আরও বলেন আমাদের আন্দোলন নির্বাচনে বাধার সৃষ্টি করতে নয় বরং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। এ সময় সহিংসতা ও জনদূর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *