
চুক্তি অনুযায়ী, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো ভোক্তাদের কাছে উল্লেখযোগ্য ছাড়ে বিক্রি করা হবে।
দেশে সহায়ক প্রজনন প্রযুক্তি ইন-ভিট্রো ফার্টিলাইজেশন-আইভিএফ ও এর চিকিৎসা খরচ কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, জার্মানিভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো ভোক্তাদের কাছে উল্লেখযোগ্য ছাড়ে বিক্রি করা হবে।
এ ছাড়া বাড়তি ওজন কমানোর ওষুধ ও গরুর মাংসের দাম কমাতে প্রশাসন কাজ করছে বলেও জানান প্রেসিডেন্ট।
তার ভাষ্য, ব্যাপক দরকষাকষির পর ফার্টিলিটির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইএমডি সেরোনো তাদের ওষুধের দামে ব্যাপক ছাড় দিতে সম্মত হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এ অনুমোদনের ফল বাজারে বিদ্যমান ওষুধগুলোর দাম নিয়ে কোম্পানিগুলো প্রতিযোগিতায় নামতে বাধ্য হবে এবং সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের একক আধিপত্য ভেঙে যাবে।
ট্রাম্প জানান, তার পদক্ষেপের ফলে আইভিফে ব্যবহৃত ওষুধের দাম ৭৩ শতাংশ নাগাদ কমে আসতে পারে।
ওই সময় প্রজনন স্বাস্থ্যসেবা এবং আইভিএফ সেবার জন্য বিমার পরিধি বাড়ানো হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট।
কর্মকর্তারা বলছেন, নতুন ছাড়কৃত মূল্যে আইভিএফের ওষুধগুলো আগামী বছরের শুরুতেই হাতে পাবেন সেবাগ্রহীতারা।
এদিকে দেশে গরুর মাংসের দাম কমাতে প্রশাসন কাজ করছে এবং এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবেন বলে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, ওজাম্পিকের মতো ওজন কমানোর ওষুধের দাম কমানো হবে। আর দাম কমানোর হারটা অনেক বেশি হবে।