October 19, 2025
image_233150_1760856230

আইফোন ব্যবহার করছেন, কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়? এই সমস্যা অনেকেরই। তবে ভালো খবর হলো, অ্যাপল নিজেই জানিয়েছেফোনের কিছু সাধারণ সেটিং বদলালেই ব্যাটারির আয়ু দ্বিগুণ করা সম্ভব।

চলুন দেখে নিই, তিনটি সহজ সেটিংস বদলে কীভাবে আপনার আইফোনের চার্জ অনেকক্ষণ ধরে রাখা যায়।

অটো-ব্রাইটনেস বন্ধ করুন

স্ক্রিনের আলো যত বেশি, চার্জ তত দ্রুত শেষ হয়। আইফোনে Auto-Brightness অপশন অন থাকলে ফোন নিজে থেকেই আলোর পরিমাণ বাড়ায়যা আপনার ব্যাটারির জন্য ভালো নয়।

কীভাবে বন্ধ করবেন

যান Settings > Accessibility > Display & Text Size

নিচে গিয়ে Auto-Brightness বন্ধ করে দিন।

বিকল্প: আপনি চাইলে Night Shift চালু রাখতে পারেনএটা চোখ আর ব্যাটারি, দুটোরই যত্ন নেয়।

অটো-লক টাইম কমিয়ে দিন

আপনার ফোন কতক্ষণ স্ক্রিন চালু থাকবে, তা নির্ভর করে Auto-Lock সেটিংয়ের ওপর। যত দ্রুত ফোন লক হবে, তত কম চার্জ যাবে।

সেট করতে

যান Settings > Display & Brightness > Auto-Lock

৩০ সেকেন্ড বা ১ মিনিট নির্বাচন করুন।

যদি আপনার আইফোনে Always-On Display ফিচার থাকে, সেটাও বন্ধ করে দিনএটা ব্যাটারির বড় শত্রু!

লোকেশন সার্ভিসে নিয়ন্ত্রণ আনুন

অনেক অ্যাপ আপনার লোকেশন ব্যাকগ্রাউন্ডে ট্র্যাক করে, যা ব্যাটারি খরচ বাড়ায়। সব অ্যাপের জন্য এটা দরকারও নেই।

কীভাবে ঠিক করবেন

যান Settings > Privacy & Security > Location Services

যেসব অ্যাপের লোকেশন দরকার নেই, তাদের Never করুন

দরকারি অ্যাপগুলোর জন্য While Using the App রাখুন

অ্যাপল নিজেরাই বলছেএই ফিচারগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার ব্যাটারির আয়ু দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে! আপনার ফোনে এই সেটিংসগুলো আজই চেক করে নিন! আর চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করুনসবার ফোনই যেন দীর্ঘসময় চার্জ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *