October 19, 2025
Fire-68f4cd7a4b3b7

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে।

আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন ৪.৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ভেতরে যদি প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমান বেশি থাকায় তাপ বেশি ধারন করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরী হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এর ভেতরে ফাটল ধরেছে। ক্যামিকেলের কারনে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন ২ আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *