October 19, 2025
Clash-68f4f19387b98

নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। সংঘাতের জন্য একে অপরকে দায়ী করেছেন দুই পক্ষ। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আসরের নামাজের পর মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে শিবির। এসময় বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় তারা। এতে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।

অন্যদিকে, শিবির নেতারা জানান, কাশেম বাজার জামে মসজিদে শনিবার তারা দারসুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে। এতে যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে শিবির। সংগঠনটির নেতাদের অভিযোগ, আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এই ঘটনায় অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে শিবির।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *