
স্টাফ করেসপনডেন্ট, কিশোরগঞ্জ:
জানা গেছে, গত তিন-চার মাস ধরেই সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন ওই যুবক সারোয়ার। প্রয়োজন ১ লাখ টাকা। কিন্তু তার কাছে টাকা নেই। তাই বাধ্য হয়ে বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর কাছে ঘুরলেও কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করেননি। বরং তার টাকা লেনদেনের রেকর্ড ভালো না, এমন অভিযোগ ছড়িয়ে দেয়া হয়েছে। এতে করে করে অন্য কেউ তাকে আর ধার কিংবা ঋণ দিচ্ছে না।
মাত্র ৩ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে রাব্বি দাবি করেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাঁধা দিয়েছে। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় তাদের উদ্দেশ্য গালমন্দ করছেন।অবশ্য এরপর রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রথমে ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি আপনারা ভিডিওটি শুনুন।
রাব্বি জানান, তিনি বিবাহিত। তার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা বলছেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এ ঘটনায় তারা বিস্মিত। এখন মুখে মুখে এমনকি চায়ের দোকানের আড্ডা-আলোচনায়ও রাব্বির ঘটনাটি আলোচিত হচ্ছে। তাদের কেউ কেউ আবার রাব্বি’র মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।