
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, এখনও সময় আছে তাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে, যেটা আপনারা সামাল দিতে পারবেন না।
সাদিক কায়েম বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাই বিপ্লবের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্য দূর করা। কিন্তু এক বছর পরও সেই বৈষম্য দূর হতে দেখছি না।
তিনি আরও বলেন, আগামীর প্রজন্ম গড়ার কারিগর শ্রদ্ধেয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে আন্দোলন করছেন। শেখ হাসিনার বাহিনী যেভাবে হামলা করতো, সেইভাবে শিক্ষকদের ওপর হামলা হতে দেখেছি।
এ সময় শিক্ষকদের দাবি মেনে না নিলে খুনি হাসিনা ও ফ্যাসিস্ট দোসরদের যেমন পরিণতি হয়েছিল, তার চেয়ে উপদেষ্টাদের আরও খারাপ পরিণতি হবে বলে মন্তব্য করেন ডাকসু ভিপি।
প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ করে তাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা হবে। কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এখনও আন্দোলন করছেন শিক্ষকরা। বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।