October 20, 2025
Jnu-68f65b8d2989a

কুমিল্লা ব্যুরো:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের নিজ গ্রামের বাসায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আসাদপুর এম এ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জুবায়েদের মরদেহটি হোমনার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় মানুষের ঢল নামে।

প্রসঙ্গত, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আরমানিটোলা-মাহুতটুলি বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবন থেকে জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনে তার টিউশনের বাসা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত জুবায়েদ হোসেন জবির ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও, তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *