October 20, 2025
nator-death-68f64834daccc

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন আলী উপজেলার বিয়াশ আদিমপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, পেট্রোবাংলা এলাকার দুই ভাই নিশান ও নিক্সনের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধ মেটাতে নিশানের শ্যালক মিঠুন আলী তাদের বাড়িতে যান। এ সময় নিক্সনের সাথে মিঠুনের কথাকাটি হলে এক পর্যায়ে নিক্সন মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *