October 20, 2025
Mirza-Fakhrul-68f62e828a3d0

বিএনপি কোনো দরকষাকষি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) যেতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হিংসা-প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। কিন্তু রংধনুর সাত রঙের মতো সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি। সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। সেই জায়গা থেকে সরে এসে সবার মতামত নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দেন। তাদের যোগদান উপলক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *