October 21, 2025
bd-match-68f734e79b8ed

সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। মিরপুরের টার্নিং উইকেটে চার স্পিনার আর এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ গড়েছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ একাদশেও আছে পরিবর্তন। রোমারিও শেফার্ডের জায়গা নিয়েছেন স্পিনার আখিল হোসেন।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *