October 21, 2025
tbn24-20251021115224-4797-Firefighter

পুলিশ জানায়, ওইদিন ভোর চারটার দিকে এলেন কোর্টে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ফায়ারফাইটার বাহিনী।

নিউ জার্সিতে একটি বাড়ির আগুন নেভানোর সময় একাধিক ফায়ারফাইটার গুরুতর আহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার ভোরে স্টেইটের হিলসডেল অঞ্চলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওইদিন ভোর চারটার দিকে এলেন কোর্টে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় ফায়ারফাইটার বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।

তবে কতজন কর্মী আহত হয়েছেন তা নিশ্চিত করেনি পুলিশ।

এ ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *