
নারীর ওপর হামলা এবং কয়োটির মানসিক স্বাস্থ্যের বিষয়টি অজানা থাকায় এ অঞ্চলের বাসিন্দাদের আশপাশের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
নিউ জার্সির বার্গেন কাউন্টিতে সোমবার দুপুরে পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে বের হওয়া এক নারীর ওপর হামলা চালিয়েছে অ্যামেরিকান শেয়াল হিসেবে পরিচিত কয়োটি।
আইউইটনেস নিউজ জানায়, উডক্লিফ লেক বরোর উডক্রেস্ট ড্রাইভ সংলগ্ন একটি বাড়িতে বেলা একটা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
উডক্লিফ লেক পুলিশের ক্যাপ্টেন চাদ ম্যালয় জানায়, বাড়ির পেছনের দিকের উঠানে কুকুরের সঙ্গে থাকার সময় এক নারীর পা, হাত ও পিঠে কামড়ায় একটি কয়োটি।
কর্মকর্তারা আরও জানান, প্রাণীটি ওই নারীকে আক্রান্ত করার পাশাপাশি কুকুরটিকেও তাড়া করে, তবে কুকুরটি গুরুতর আহত হয়নি। এরপর কয়োটি চলে যায়।
ম্যালয় জানান, কয়োটিটি হঠাৎ করে এসে ওই নারী ও তার পোষা কুকুরের ওপর হামলা চালায়। এটি নারীর পা, হাত ও পিঠে কামড়ে তার কুকুরকে ধরে। তারপর এটি বৃক্ষবেষ্টিত অরণ্যে চলে যায়।
কয়োটিটি ধরা না পড়ায় এটা পাগল কি না, তা জানা যায়নি।
হামলায় আহত নারীর অবস্থা আশঙ্কাজনক নয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সতর্কতার অংশ হিসেবে ভুক্তভোগীকে কমপক্ষে এক মাস জলাতঙ্কের চিকিৎসা দেওয়া হবে।
উডক্রেস্ট ড্রাইভ এলাকায় কয়োটির হামলা বিরল বলে জানান ক্যাপ্টেন ম্যালয়।
নারীর ওপর হামলা এবং কয়োটির মানসিক স্বাস্থ্যের বিষয়টি অজানা থাকায় এ অঞ্চলের বাসিন্দাদের আশপাশের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
বাহিনীটি পোষা কুকুরকে সঙ্গে নিয়ে বা ছাড়া বাইরে হাঁটতে বের হওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে।
কয়োটিকে আকৃষ্ট করতে পারে, এমন কিছু বাড়ির আশপাশে না রাখতে বাসিন্দাদের তাগিদ দেওয়া হয়েছে।