October 22, 2025
tbn24-20251020213832-2583-atlanta airport image

ড্যারিন সংবাদ সম্মেলনে জানান, জর্জিয়ার কার্টার্সভিলের বাসিন্দা বিলি জো ক্যাগল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বন্দুক হামলার পরিকল্পনার কথা জানান।

জর্জিয়ার রাজধানী আটলান্টার বিমানবন্দরে সোমবার হামলা চালাতে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিটি পুলিশের প্রধান ড্যারিন শিয়ারবম জানান, ওই ব্যক্তি হামলার পরিকল্পনা করছেন বলে জানায় তার পরিবার। সে তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পাশাপাশি টার্মিনালের দরজার বাইরে থাকা ট্রাক থেকে অ্যাসল্ট রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।

ড্যারিন সংবাদ সম্মেলনে জানান, জর্জিয়ার কার্টার্সভিলের বাসিন্দা বিলি জো ক্যাগল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বন্দুক হামলার পরিকল্পনার কথা জানান।

হামলা পরিকল্পনাকারীকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত জানিয়ে আটলান্টা পুলিশের প্রধান বলেন, কার্টার্সভিল পুলিশকে সতর্ক করে ক্যাগলের পরিবার। তারা জানায়, ক্যাগল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে জানাচ্ছেন, তিনি আটলান্টা বিমানবন্দরে যাচ্ছেন গুলি চালাতে। তার কাছে অ্যাসল্ট রাইফেল আছে।

ড্যারিন আরও জানান, শেভরোলেটের একটি পিকআপ ট্রাকে করে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসেন ৪৯ বছর বয়সী ক্যাগল। বিমানবন্দরের টার্মিনালের দরজার ঠিক বাইরে রাখা ছিল তার পিকআপ ট্রাকটি। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি এআর-১৫ ও ২৭টি গুলি উদ্ধার করে।

আটলান্টা পুলিশের প্রধান বলেন, ‘আমরা আজ এখানে এসেছি একটি সাফল্যের বিষয়ে ব্রিফিং করতে; কোনো ট্র্যাজেডির বিষয়ে নয়। কারণ একটি পরিবার কিছু দেখেছে ও বলেছে।’

কার্টার্সভিল পুলিশের ক্যাপ্টেন গ্রেগ স্প্যারাসিও জানান, ক্যাগলের উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষের ক্ষতি করা।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, সংবাদ সম্মেলনে আটলান্টা পুলিশের প্রধান নজরদারি ভিডিও দেখান। এতে দেখা যায়, বিমানবন্দরে আসছেন ক্যাগল।

তাকে গ্রেপ্তারের দৃশ্যও দেখান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *