October 21, 2025
tbn24-20251020210320-3449-subway station man

স্টেশনের বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখে শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশন থেকে সোমবার সকালে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, পেন স্টেশন সাবওয়ে স্টেশনে মেয়েটিকে ফেলে যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত চলছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশ না করা একটি সূত্রের কাছ থেকে খবর পেয়ে স্টেশনে যায় পুলিশ। বাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার ঠিক আগে ডব্লিউ. থার্টিফোর্থ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউতে শিশুটির কাছে যায়।

নবজাতকটিকে কম্বলের ভেতরে মোড়ানো অবস্থায় স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যেতে ব্যবহৃত সিঁড়ির নিচে পাওয়া যায়।

শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেয় পুলিশ, যার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

নিউ ইয়র্ক সিটি ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো বিষয়টিকে ‘থার্টিফোর্থ স্ট্রিটের অলৌকিক ঘটনা’ হিসেবে আখ্যা দেন।

তিনি জানান, নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি সঙ্গীহীন একটি শিশুকে খুঁজে পায়। হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল।

ক্রিচলো জানান, শিশুটির বিষয়ে এর বেশি তথ্য তার কাছে নেই।

তথ্য পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে ভূমিকার জন্য এনওয়াইপিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিচলো।

স্টেশনের বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখে শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *