October 21, 2025
tbn24-20251021073254-9574-image (23)

এ ঘটনায় হামলাকারী রোগী মঙ্গলবার এডুয়ার্ডকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত শারীরিক আঘাতের মামলা দায়ের করেছে আদালত কর্তৃপক্ষ।

লং আইল্যান্ডে মার্সি হসপিটালের এক রোগী হঠাৎ চড়াও হয়ে ওঠেন তার চিকিৎসকের ওপর। চিকিৎসককে বাঁচাতে এগিয়ে আসেন হাসপাতালের নিরাপত্তাকর্মী।

সহিংস ওই রোগী পাল্টা আক্রমণ করেন নিরাপত্তাকর্মীকে। বেধড়ক মারের ফলে হৃদস্পন্দ বন্ধ হয়ে গুরুতর আহত হন নিরাপত্তাকর্মী।

আইউইটনেস নিউজ জানায়, গত বুধবার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ৬৩ বছর গার্ডি কোরিওলেনের ওপর এ হামলার ঘটনা ঘটে। গার্ডির মস্তিষ্কের ৯০ ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছ গেছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এ ঘটনায় হামলাকারী রোগী এডুয়ার্ড লোপেজের(২৮) বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর স্ত্রী।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এডুয়ার্ডকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত শারীরিক আঘাতের মামলা দায়ের করেছে আদালত কর্তৃপক্ষ।

গার্ডির স্ত্রী সোনিয়া কোরিওলান আইউইটনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হাসাপাতাল পুলিশের ওপর সহিংস হামলার পর মনে হচ্ছে আইন মরে গেছে। তিনি(গার্ডি) সারা জীবন আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে গেছেন।’

হাসপাতাল কর্তৃপক্ষের ওপর অভিযোগ তুলে সোনিয়া বলেন, ‘দায়িত্ব পালনের সময় নিরাপত্তাকর্মীদের কাছে কোনো অস্ত্র রাখতে দেওয়া হত না। কখনও ২ থেকে ৩ জন কখনোবা একাই পালন করতে হত নিরাপত্তার দায়িত্ব। হাসপাতালের অব্যবস্থাপনা এবং জনবল সংকট নিয়ে প্রায়ই শঙ্কা প্রকাশ করতেন গার্ডি।’

ভক্তভোগীর স্ত্রীর এ বক্তব্যের পর একটি বিবৃতি প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইমার্জেন্সি ইউনিটের সঙ্গে যুক্ত প্রত্যেকের সুস্থতা, ভালো থাকা নিশ্চিতে নজর রাখছি।’

বর্তমানে তদন্তাধীন এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *