October 21, 2025
tbn24-20251021104326-7613-image (24)

 

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

টাইপিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথ।

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

নিয়োগকারী কর্তৃপক্ষ: এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথ

পদের নাম: টাইপিস্ট

পদ সংখ্যা: ১

চাকরির ধরন: ফুল-টাইম

ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে হাই স্কুল ডিপ্লোমা অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র থাকতে হবে। পাশাপাশি ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

বেতন: বার্ষিক ৫২ হাজার ৫৫১ দশমিক ৪৬ ডলার

কর্মস্থল: নিউ ইয়র্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *