October 21, 2025
jubayed-68f7388f05976

জোবায়েদ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জোবায়েদের ছাত্রী বর্ষা। এ ঘটনায় সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। এই তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারব (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এম এন নজরুল ইসলাম।

এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা জানান, বর্ষার বাসার নিচে গলায় ছুরিকাঘাত করলে দ্রুত বাসায় উঠে বাঁচার চেষ্টা করেন মাহিদ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, এই সম্পর্ক থেকে মুক্তি পেতে বর্ষা ও মাহির মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ১৯ অক্টোবর বিকেল ৪টার দিকে বর্ষা জোবায়েদকে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় আসতে বলেন। একই সময়ে বর্ষা মাহিরকে খবর দেয়। মাহির তার বন্ধু ফারদীন আহমেদ আয়লানকে নিয়ে আগেই ওই ভবনের নিচে গলিতে অবস্থান নেয়।

পুলিশ আরও জানায়, হত্যায় ব্যবহৃত চাকুটি মাহির ও আয়লান মিলে আগে থেকেই কিনে রেখেছিল। ঘটনার পর তারা দ্রুত স্থান ত্যাগ করে।এবং গত ২৬ সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা আসে। তবে তদন্তের অগ্রগতির ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *